২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর -এর আয়োজনে, কৃষক প্রশিক্ষণ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, খেসারী, মসুর, মুগ, চিনা বাদাম, ফেলন, সয়াবিন, গম ও বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২৪১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
সার ও বীজ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাঃ আব্দুর রউফ -এঁর সভাপতিত্বে, এ সময়ে উপস্থিত ছিলেন রহমতপুুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, ইসলামি আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ মাতুব্বর।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব ও বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ, স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।