২০ নভেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা শ্রমিক দলের আয়োজনে রবিবার আসর নামাজ বাদ শহরের কালেক্টর জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক সাবেক সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসাইন এর সুস্থতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া এবং বেগম খালেদা জিয়া ও ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাছির উদ্দিন , পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। নলছিটি পৌর সভাপতি সেলিম হাওলাদার সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান বলেন আপনারা নামাজ পড়ে সব সময় দোয়া করবেন নেতা কর্মীদের জন্য মহান আল্লাহতালা যেন সবাইকে সুস্থতা দান করেন।