২০ নভেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:দেশ ব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর হতে ৪ সপ্তাহ ব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) ২০২৫ সাফল্য মন্ডিত করার লক্ষ্যে বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে ঝালকাঠি জেলা সিভিল সার্জন এর সভাকক্ষে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রিফাত আহমেদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদার, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক দিবস তালুকদার, খাইরুল ইসলাম, বসির আহমেদ খলিফা,কামরুজ্জামান সুইট, উজ্জ্বল, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম,হিরু,সময় টিভির ক্যামেরাম্যান শামিম , আরিফুর রহমান রায়হান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন টাইফয়েড টিকা নিতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এই টিকায় কোন সমস্যা নেই।
টিকা নেওয়ার আধা ঘন্টা আগে খাবার খেতে হবে।
টিকা গেরনের সময় হঠাৎ দেখা যায় একই সাথে কেউ কেউ অসুস্থতা বোধ করে বা অজ্ঞান হয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদের হাসপাতালে ভর্তি হতে হয়। এখানে ভয়ের কিছু নেই। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে Mass Psychogenic lllness বলে। মূলত টিকা প্রদানের পূর্বে বা পরে মানসিক ভীতিজনিত কারণে এই প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে একজন টিকা গ্রহিতা অসুস্থ বোধ করলে অন্য অনেক টিকা গ্রহীতা ভয় পেয়ে অসুস্থ বোধ করে। যা সম্পূর্ণ মানসিক কারণ ।এর সাথে টীকা জনিত অসুস্থতার কোন সম্পর্ক নেই।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ টিসিভি টিকা দেওয়া হবে।
যারা শিক্ষা প্রতিষ্ঠানে যথাসময়ে টিকা দিতে পারবেন না তারা নির্দিষ্ট টিকা সেন্টারে এসে টিকা গ্রহণ করতে পারবে।