০৭ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন, ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি বড় বাজারে ৪ঠা অক্টোবর রাত সারে বারোটার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রথম দিনে ৪ টি মামলা ও ৫৫ কেজি ইলিশ জব্দ করা হয় ।চার মৎস্য ব্যবসায়ীকে ইলিশ সংরক্ষণ করার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
শনিবার সকালে সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ টি স্প্রিট বোট ও একটি টলার নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)এস এম মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ,সহকারী মৎস্য কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলেন আমাদের অভিযান শুরু হয়েছে এবং ২৪ ঘন্টা ঝালকাঠি জেলা অভিযান চলবে। এবার ব্যাপ ক আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা নদীতে কাজ করছি। মা ইলিশ সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এখন পর্যন্ত কোন জেলেকে নদীতে মাছ শিকার করতে দেখা যায়নি ।