০৭ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন, ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পর্যটক টানতে আকর্ষণীয় করা হচ্ছে বরিশাল ডিসি লেকপাড় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ড, মামলা দায়ের টরকী-বাশাইলের মৃতপ্রায় খালে বিপন্ন জনপদ *বাড়ছে অনাবাদি জমির সংখ্যা *খননে নেই কোন উদ্যোগ ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলে আটক ৯ লাখ টাকার জাল জব্দ ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ বানারীপাড়ায় কৃষকদল নেতা হত্যা মামলায় জামায়াত নেতাদের আসামী করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৎস্য অভিযানে ড্রোনের ব্যবহার, চৌকস ভূমিকা পালন করছেন মোহাম্মদ আলম।
বরিশাল-৩ আসনে ধানের শীষে নির্বাচন করবেন জয়নুল আবেদীন: বাবুগঞ্জে বক্তব্যে দিলেন দৃঢ় বার্তা

বরিশাল-৩ আসনে ধানের শীষে নির্বাচন করবেন জয়নুল আবেদীন: বাবুগঞ্জে বক্তব্যে দিলেন দৃঢ় বার্তা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের দোড়গোড়ায় আসবো।

তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারবো কিনা জানি না। তবে নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) কে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। এটা আমার অঙ্গীকার।

সোমবার গণসংযোগ ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন আরও বলেন, একটা পক্ষ পিআর-টিআর করছে, আমি তাদের বলতে চাই—এই দেশে এখন আর পিআর-টিআর দিয়ে কিছু হবে না। বিএনপি নেতাকর্মীরা যখন মাঠে নামবে, তখন দুষ্কৃতকারীরা ভেসে যাবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই বার্তা পৌঁছে দিতে আমি এসেছি। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। বিএনপি সবসময় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটি দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এসময় তিনি প্রতিটি মণ্ডপে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেন। নিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, বাবুগঞ্জ যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019