০৭ অক্টোবর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন, ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহা অষ্টমিতে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর নলছিটি পৌর এলাকার পুরান বাজার , হরিসভা, তাঁরা বাড়ী সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, সরদার মহিউদ্দিন মইন,নলছিটি পুজা উদযাপন পরিশদেরবসভাপতি পলাশ সজ্জন,সাধারণ সম্পাদক উজ্জ্বল বনিক এবং বিএনপি ও অঙ্গ সংগঠন এর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি থাকবো। আমাদের মধ্যে সম্প্রতির বন্ধুন অটুট থাকবে। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় রেইনবো নেশন এর ভিত্তিতে একসাথে চলা এবং সকলের ধর্ম পালনে স্বাধীনতা নিশ্চিত হবে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সকলের সমান অধিকার নিশ্চিত হবে।
পূজা আনন্দময় পরিবেশে উদযাপনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় শেষে এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন মন্দির সমুহে শুভেচ্ছা উপহার প্রদান করেন।