২০ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সাইফুল ইসলাম,
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
শিক্ষার মূল পাঠ্যক্রম এর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে সহায়ক কার্যক্রম কো-কারিকুলার এক্টিভিটির অংশ হিসেবে কলেজের প্রধান ফটক ও আঙিনা পরিষ্কার এবং আলপনা অঙ্কনের মাধ্যমে কলেজকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেয়া হয়।
সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে ও বাবুগঞ্জ উপজেলার ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম রিয়াজ মাহমুদ এর সার্বিক সহযোগিতায় এ আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় শিক্ষার্থীরা জানান, শিক্ষা জীবনে সহপাঠ কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তাই নিজের প্রতিষ্ঠানকে ভালোবেসে এই ধরনের কার্যক্রম তারা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছেন।
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আমরা বিশ্বাস করি, শুধু পড়ালেখাই নয়, নিজেদের পরিবেশের দায়িত্ব নেওয়াও একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই চিন্তা থেকেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে।
এ ধরনের সচেতনতা-ভিত্তিক কার্যক্রমে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় মহল প্রশংসা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি ছাত্ররাজনীতির ইতিবাচক দিক তুলে ধরেছে।
এ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজ মাহমুদ, সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নূর আসিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার রিয়া, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মুবিন, রাসেল ফরাজী, মোহাম্মদ নোমান, নদী আক্তার প্রমূখ।