২১ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম- সেবা।এসময় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটি এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপনের জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।
সভায় জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) টিম সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং চালাবে এবং সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরাও মাঠে কাজ করবেন।
পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নজরদারির বিষয়ে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।