২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার জীবননগরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাশকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ১৭০ জন কৃষকের মধ্যে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষককে ৫ কেজি মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নূর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম, মাহাবুব বিন সাদিক, ইয়াছিন আলী।