২১ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
✒️লেখক
এস.এম. সাফিউল্লাহ
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা-
ও বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব।
➡️গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির সম্মানিত সদস্যদের সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবসজ্জিত টিচার্স রুমের নান্দনিক পরিবেশে
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে আয়োজিত এ সভায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সদ্য বিদায়ী গভর্নিং বডির সভাপতি জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি জনাবা মেহেরুন্নেছা শিরিন।
➡️অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম। তিনি সদ্য বিদায়ী এডহক কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ, বিদ্যোৎসাহী সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা, কর্পোরেট ব্যক্তিত্ব জনাব এস এম সাফিউল্লাহ, দাতা সদস্য জনাব আরিফুর রহমান শিমুল এবং কমিটির অন্যান্য সদস্য অধ্যক্ষ আবদুল হালিম ও প্রফেসর শহিদুল ইসলামের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নবগঠিত গভর্নিং বডির সঙ্গে সকলে মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক-কর্মচারীরা।
সভায় জানানো হয়, এডহক কমিটির কার্যকালে কলেজে শিক্ষার মান ও সার্বিক পরিবেশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষভাবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল তারই প্রমাণ।
উক্ত এডহক কমিটির সময়কালে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে জনাবা মেহেরুন্নেছা শিরিন ও জনাব এস এম সাফিউল্লাহ প্রত্যেকে তিন লক্ষ টাকা করে অনুদান প্রদান করে দাতা সদস্য হন এবং জনাব শামসুল আলম ফকির পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিতৈষী সদস্য হিসেবে যুক্ত হন।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা নবনির্বাচিত গভর্নিং বডির নেতৃত্বে আরও উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।
টিচার্স রুমে নতুন আসবাবপত্র ও একটি টেলিভিশন সংযোজন করা হয়েছে। শিক্ষকদের মানসম্মত পরিবেশে সময় কাটানোর জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ।
মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান নির্মান করা হয়েছে, যা ধর্মীয় ও সামাজিক দিক থেকে একটি প্রশংসনীয় পদক্ষেপ। এছাড়া, শ্রেণিকক্ষে নতুন আসবাবপত্র সংযোজনের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা হয়েছে। প্রধান ফটক এবং পিছনের ফটক পুনর্নির্মাণ, পানি নিষ্কাশনের সুব্যবস্থা, কলেজের সীমানা প্রাচীর মেরামত এবং ল্যাব ভবন পুনর্নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
মাত্র ৯ মাসে এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড কলেজের ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রফেসর শাহ আলম, প্রফেসর গোলাম হোসেনসহ নির্বাচিত শিক্ষকগণ কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
নবনির্বাচিত গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব কাজী আমিনুল ইসলাম, জনাব মোঃ মোস্তফা কামাল ও জনাবা রহিমা বেগম শিক্ষা উন্নয়ন বিষয়ে গঠনমূলক মতামত তুলে ধরেন। হিতৈষী সদস্য জনাব শামসুল আলম ফকির কলেজের ঐতিহ্য তুলে ধরে এক আবেগঘন বক্তব্য প্রদান করেন। অভিভাবক সদস্য জনাব মোঃ হারুন অর রশীদ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও বেইস কমান্ডার আঃ ওহাব খানের অবদানের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। অভিভাবক সদস্য জনাব মোঃ আজিজুল হক কলেজের শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেন।
বিদ্যোৎসাহী সদস্য (ডিজি) এডভোকেট এস.এম. মিজানুর রহমান শামীম প্রেরণামূলক বক্তব্য রাখেন। বিদ্যোৎসাহী সদস্য (শিক্ষা বোর্ড) এডভোকেট জিয়াউল হক সুমন সকলের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
বিদ্যোৎসাহী সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি), বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব জনাব এস.এম. সাফিউল্লাহ কলেজের সার্বিক শিক্ষা উন্নয়ন নীতিমালা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
➡️নবনির্বাচিত সভাপতি জনাবা মেহেরুন্নেসা শিরিন তার ব্যক্তিগত তহবিল থেকে কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা বিকাশে যারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, তাদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে। সুষ্ঠুভাবে কলেজ পরিচালনা করার জন্য তিনি গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, কলেজের সন্মানিত শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রী অবিভাবকসহ সমগ্র এলাকাবাসীর ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদ্য বিদায়ী সভাপতি জনাব আবুল কালাম আজাদ একটি সুন্দর ও সফল মত বিনিময় সভস আয়োজন করার জন্য কলেজ কতৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পর নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়।