২১ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক রোধে ১০ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘বিরামপুর জাগ্রত যুব সংস্থা’র উদ্যোগে এবং সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় পৌর শহরের ঢাকা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামত, ভারী যানবাহন চলাচলের জন্য বিরামপুর শহরের বাইরে বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, পৌর শহরে বাস টার্মিনাল স্থাপন, পৌর শহরের কলাবাগান থেকে ঘোড়াঘাট রেলগেট পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্পিডব্রেকার স্থাপন এবং বিশেষ স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ। এছাড়া নির্দিষ্ট স্টপেজ ছাড়া যত্রতত্র বাসে যাত্রী ওঠানামা বন্ধ করা, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বক্স স্থাপন ও ট্রাফিক পুলিশ মোতায়েন, বেপরোয়া অটোরিকশা ও অটোভ্যান চলাচল নিয়ন্ত্রণ, মহাসড়কে জেব্রা ক্রসিং অঙ্কন এবং শহরের মধ্যে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ ও তার বাস্তবায়ন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিরামপুর জাগ্রত যুব সংস্থার সভাপতি মিশুক আহম্মেদ, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)-এর আহ্বায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার)-এর সভাপতি সাংবাদিক মোরশেদ মানিক, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ডক্টর এনামুল হক, ঢাকা মোড় টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সাংবাদিক ইব্রাহিম মিয়া এবং বিরামপুর যুব ক্লাবের সভাপতি আহসান হাবিব জনি।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভি সাংবাদিক মানিক চৌধুরী, সাংবাদিক হাফিজ উদ্দিন, সাংবাদিক রেজওয়ান আলী, স্বাধীন সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সেকেন্দার আলী,সিনিয়র গণমাধ্যম কর্মী আব্দুর রউফ, বিরামপুর প্রেসক্লাবের সদস্য আবু সাঈদ, সাংবাদিক নোমান হোসেন, নাগরিক ভাবনা প্রতিনিধি নয়ন মিয়া, সাংবাদিক ফাহিম সরকার, সাংবাদিক আলিফ মন্ডল, সাংবাদিক সামিউল ইসলাম, সাংবাদিক রানা সরকার,ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী , ব্যবসায়ী,শিক্ষার্থী,চাকুরীজীবী, সহ দলমত নির্বিশেষে দলবদ্ধ হয়ে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।