২১ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পৌর শহরের কলাবাগান হতে রবিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে পৌরসভার পানি সরবরাহে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মুরাদ হোসেন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ ২ বছর যাবত পানি সমস্যায় ভুগতেছেন। এ বিষয়ে একাধিকবার পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়াও তারা পৌরসভা ও পৌর প্রশাসকের বিভিন্ন অন্যায় ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসক পানি সমস্যা সমাধানে ব্যর্থ হলে তাকে তার পদ হতে পদত্যাগে বাধ্য করা হবে এবং পৌরসভা ঘেরাও দেওয়া হবে। সবশেষ, পানি সমস্যা নিরেশনে জেলা প্রশাসকের আশ্বাসে তারা বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। বিক্ষোপ সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতিনিধির নিকট স্মারকলিপি প্রদান করেন।