২১ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলমান পরিস্থিতির তিনটি ইউনিয়নকে বিভক্তি করে সরাইল উপজেলার সাথে সংযুক্তির ফেসবুকে লেখালেখি নিয়ে দু’গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত প্রায় ৫০ জন ।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকে ইউনিয়ন বিভক্তির পক্ষ-বিপক্ষ কথা কাটাকাটির সূত্রপাতে দীর্ঘদিনের আধিপত্যেরকে নতুন বিরোধের উজ্জীবিত করে।
ঘটনার আগের দিন অক্কি বাড়ির আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর প্রতিপক্ষ পাঠান বাড়ির লোকজন আক্রমণ চালায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন সকালে গ্রামের অক্কি বাড়ি ও পাঠান বাড়ি শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকের চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।