২১ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জাবেদুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ কিংবদন্তী ফজলুর রহমান বাবু এবার নতুন আরেক মৌলিক গান নিয়ে আসছেন SP Shahin Music চ্যানেলে “বিধি আমার মনটা যদি মমি করে রাখতে” শিরোনামে সনোজ কন্ডুর কথায় ও সুরে।
দুই বাংলার যে ক’জন প্রতিথযশা অভিনয় শিল্পী রয়েছে তাদের একজন বাংলাদেশের ফজলুর রহমান বাবু। তিনি অসংখ্য নাটক, চলচিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও নিজের প্রতিভার জাত চিনিয়েছেন। শিল্পীর কণ্ঠে গাওয়া সর্বজনগ্রাহ্য গান নিথুয়া পাথারে/ইন্দুবালা গো সহ অনেক গান গানগুলো দর্শক-শ্রোতার মন জয় ওপার বাংলাতেও ব্যাপক সাড়া ফেলেছে। ভালোবাসার একজন কিংবদন্তী শিল্পী ফজলু রহমান বাবু কণ্ঠে এস পি শাহীনের লেখা গান “তোমার খবর নেই” গানটি ব্যপাক ভাবে সাড়া ফেলেছিলো। এবার তিনি উপহার দিচ্ছেন দেশের আরেক জনপ্রিয় ঔপন্যাসিক,গল্পকার সনোজ কুণ্ডুর লেখা ও সুর করা “বিধি আমার মনটা যদি মমি করে রাখতে” শিরোনামের একটি গান। গানটি সঙ্গীতাঙ্গনে তুমুল সাড়া ফেলবে বলেই বিশ্বাস।