১২ Jul ২০২৫, ০৩:২২ অপরাহ্ন, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র‌্যাব বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবি বানারীপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে স্কুল ছাত্রী অপহরণ সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে বাবুগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা। বরিশালে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারকের তিন সদস্য আটক  বানারীপাড়ায় “জুলাই বিল্পব নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জীবননগরে কিস্তির টাকার জন্য রাতে নারীকে তালাবদ্ধ পুলিশ এসে উদ্ধার সাংবাদিক আরিফ হোসেন’র ভাগ্নের সাফল্যে উচ্ছ্বাসিত তার পরিবার বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসির ফলাফলে এবারও শীর্ষে বাবুগঞ্জে এসএসসি-তে অকৃতকার্য, অতঃপর আত্মহনন
ঝালকাঠিতে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা

ঝালকাঠিতে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০২৫ বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ে সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এড. শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, সৈয়দ রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার মাহমুদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিএনপি’র ১০ ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সম্পাদকবৃন্দ, উপজেলা বিএনপি;র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এড. শাহাদাৎ হোসেন বলেন, স্বৈরাচার, পতিত সরকারে দোসররা বিএনপি’র সদস্য হতে পারবে না। তিনি সদস্য নবায়ন প্রসঙ্গে বলেন, বিএনপি’র কোন সদস্য নবায়ন থেকে বাদ না পড়ে সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে। নবায়ন করার জন্য পূর্বের সদস্য ফরম দেখানোর প্রয়োজনীয়তা নাই। দীর্ঘদিন বিএনপি’র সাথে ছিল তার প্রমান থাকলেই চলবে।
সভার সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান বলেন, নতুন সদস্য সংগ্রহের জন্য ইউনিয়নের সুপার ফাইভ, ওয়ার্ড সভাপতি, সম্পাদক ও দুইজন মহিলা সদস্যের সমন্বয়ে একটি সাব কমিটি গঠন করে নিতে হবে। এছাড়াও সদর উপজেলা থেকে পর্যবেক্ষক কমিটি গঠন করে দেয়া হবে যাতে কাজের গতি বাড়ে। তিনি সতর্ক করে বলেন, কোন অবস্থায় পতিত আওয়ামীলীগ ও স্বৈরাচার সরকারের দোসর যাতে সদস্য না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019