১২ Jul ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে পণ্য আমদানি- রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়। তবে ছুটির সময় বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক
গ্রুপের আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন জানান, ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের লিমিটেডের ম্যানেজার মো.আবুল কালাম আজাদ জানান, ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রফতানি ১০ দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি- রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের এসআই ফিরোজ কবীর জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি -রফতানি বাণিজ্য চালু থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে ।