১২ Jul ২০২৫, ০৩:১১ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা আন্ত :জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার ১২ জুন বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু,বাস মালিক সমিতির সদস্য সচিব মান্নান চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান , উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বাস মালিক সমিতির আহ্বায়ক মোঃ বাচ্চু হাওলাদার, জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
উল্লেখ্য গত ২৪ মে ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় । শ্রমিকরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয় জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আব্দুর রাজ্জাক রনি সহ বিভিন্ন পদে ১৩ জন নির্বাচিত হন।