২১ নভেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে কেরু এ্যান্ড কোম্পানির বিভিন্ন ব্রান্ডের ২৮ টি বোতলে ২১ লিটার এবং ৬৭ লিটার বাংলা মদসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাত ১১ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) অনুপ মুখার্জী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কেরুজ আনোয়ারপুর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কেরু কোম্পানির স্টাফ মেসের পিছনে দারোয়ান লাইনের সামনে অব্যবহৃত বাথ রুমের ভিতর হতে একই এলাকার আঃ মোতালেব হোসেনের ছেলে মোঃ আকাশ (২৩) গ্রেফতার করে।এসময় তার হেফাজত হতে ৮৪ হাজার টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ২৮ বোতল মদ ও ৩৩হাজার৫শত টাকার ৬৭ (সাতষট্টি) লিটার বাংলা মদ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।