২১ নভেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় ডিবি পুলিশ ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দু’ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) এসআই (নিঃ)/ সৌমিত্র সাহা, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আবু আল ইমরান সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন পুড়াপাড়া মাঠে এক অভিযান চালায়। এসময় দশমী পাড়ার আবেদ আলীর ছেলে মোঃ মামুন আলী (৩৩) ও মৃত শরমন আলীর ছেলে মোঃ রুহুল (৩০) কে গ্রেফতার করে। পরে তাদের হেফাজতে বিশেষ কায়দায় রাখা ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।