২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার মাঝরাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পাঠান পাড়ায় এক অভিযান চালায়। এসময় এলাকার সুগন্ধা মাঠের সামনে হতে একই এলাকার মোবারক পাড়ার মোঃ আবুর ছেলে মোঃ রাব্বি (২৫) ও ইশ্চরচন্দ্রপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৫)কে গ্রেফতার করে।পরে তাদের কাছে থাকা মাদকদ্রব্য ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সকালে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু
করা হয়েছে।