২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: মামলার চার্জশিট ভুক্ত আসামীকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
শেখেরহাট বেগম রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরে এর অপসারন দাবিতে বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। এসময় নবগঠিত কমিটির সভাপতির পক্ষ থেকে মানববন্ধনে বাঁধা দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খন্দকার সাইফুজ্জামান টিপু , ব্যরিষ্টার এসএম রইস হায়দার।
বক্তারা বলেন, বিএনপির প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে বাধ্য করে নাম প্রস্তাব করিয়ে মামলার চার্জশিট ভুক্ত আসামী সৈয়দ জিয়াউল ইসলাম এডহক কমিটির সভাপতি হয়েছে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কেউ তাকে মানতে নারাজ। এতিমধ্যেই নবগঠিত এডহক কমিটির চার সদস্যের তিনজই পদত্যাগ করেছে। এজন্য সৈয়দ জিয়াউল ইসলাম এর অপসারন দাবি করে।