২১ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ও আয়োজনে সাংবাদিক সম্মেলন জানানো হয় আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন,১৫ মার্চ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৩৬৩ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্হানীয় টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ২৭১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়াজিত থাকবেন। জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ কাজ বাস্তবায়ন করছে।এসময় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার এবং সহকারী স্টোর কিপার রেহানা খাতুন উপস্থিত ছিলেন।