১৫ মার্চ ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি, শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আসছে ১৬ ফেব্রুয়ারী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় সুগার মিলে বদলী প্রত্যাহার দাবীতে কেরুজ মিলে আখ মাড়াই চিনি ও মদ উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেরুজ সাধারণ শ্রমিকরা জানতে পারে ১৬ ফেব্রুয়ারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় বদলী করা হয়েছে। তখনই শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করতে থাকে।রাখে
মাড়াই কার্যক্রম বন্ধ। আসন্ন সিবিএ নির্বাচনের পূর্বেই শ্রমিক নেতাকে বদলী করার কারনে এই অসন্তোষ।অভিযোগের তীর কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এবং কারখানা মহা ব্যবস্থাপকের বিরুদ্ধে। সর্ব স্তরের শ্রমিক কর্মচারীর দাবি সাধারন সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রূপমের বদলী আদেশ প্রত্যাহার করতে হবে। অযোগ্য এমডিকে কেরু থেকে প্রত্যাহার করতে হবে সেই সাথে কারখানা ব্যবস্থাপকেরও প্রত্যাহারের দাবি জানিয়ে ফ্যাক্টরী অভ্যন্তর সহ জেনারেল অফিসে মিছিল করেছে কেরুর সর্ব স্তরের নেতা কর্মী ও সাধারন শ্রমিক কর্মচারীরা। এ সময় তারা মাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়। ডিস্ট্রিলারীর উৎপাদনও বন্ধ করে আন্দোলনে শরীক হয় ডিস্ট্রিলারীর শ্রমিক কর্মচারীরা। আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা নেতারা বলেন এমডির কারনে ইক্ষু রোপন কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আখ চাষীরাও এই এমডির আচরনে সন্তুষ্ট নয়। যে কারনে চাষিরা আখ চাষে নিরূৎসাহিত হয়ে আখ চাষ বন্ধ করে দিয়েছে। ফলে এই এলাকার বৃহৎ একমাত্র প্রতিষ্ঠানটি ধ্বংশের দ্বার প্রান্তে পৌছে গেছে।