০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁঁতুলিয়ার ভুমিদস্যু ও মামলাবাজ সড়ক ও জনপদ বিভাগের রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী (চ.দা) মাহফুজার রহমান টাট্টু’র বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। মানববন্ধন শেষে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
প্রকৌশলী মাহফুজার রহমান টাট্টু সদর ইউনিয়নের মোমিনপাড়ার বাসিন্দা মৃত আশরাফ খানের পুত্র। তিনি সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী (চ.দা) হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় রংপুর জোন রংপুরে কর্মরত রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের মধ্যে আজিজনগর গ্রামের নজরুল ইসলাম মিয়া, সাহেবজোত গ্রামের আবরার হোসেন রকি, আফতাব হোসেন, রফিকুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, শহিদ ভুইয়া, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, ফজলুল হক প্রমূখ। এছাড়াও আরও বেশ কয়েকজন ভুক্তভোগী টাট্টুর বিরুদ্ধে অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় জমি দখল ও মামলাবাজ হিসেবে বেশ পরিচিতি রয়েছে মাহফুজার রহমান টাট্টু। তিনি ৩০ থেকে ৪০টি পরিবার রয়েছে তার মামলায় জর্জরিত। এসব পরিবারগুলোর অনেকেই ভিটা মাটি ঘর ছাড়া হয়েছে। অনেকে জমি হারিয়েছে। তার মামলায় আসামী হয়ে আদালতে হাজিরা দিতে দিতে আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন। এমতাবস্থায় একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এসব কাজ করছেন। বিষয়টি তদন্তের দাবি এসব ভুক্তভোগীদের। এছাড়া একজন সরকারি কর্মকর্তা হয়ে তার বেতন কত, কত টাকার মালিক সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগীদের অভিযোগ, ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু এলাকার একজন ভুমিদস্যু ও মামলাবাজ। সে জমি দখলের নামে বিভিন্নজনের নামে মামলা করে হয়রানি করে আসছেন। তার মামলার জেরে অনেকে হারিয়েছেন বসতভিটা। অনেকে মিথ্যা মামলার আসামী হয়ে আদালতে হাজিরা হাজিরা দিতে নি:স্ব হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছেন।
ভুক্তভোগী নজরুল ইসলাম মিয়া বক্তব্যে বলেন, কয়েক দিন আগে আমার ক্রয়কৃত জমিতে ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু তার গুন্ডাপান্ডা নিয়ে আমার জমি দখল করতে আসে। জমিটি আমি দীর্ঘ ১৭ বছর ধরে ভোগদখল করে আসছি। আমি যে পরিবারের কাছে জমি ক্রয় করেছি, সে পরিবারের নারী ওয়ারিশের কাছে জমি ক্রয় করি। কিন্তু ইঞ্জিনিয়ার টাট্টু সে জমি দখলের পায়তারা করতে ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও সেখানে আমি রায় পাই। কিন্তু সে সেটা না মেনে আমার বিরুদ্ধে মামলা করেছে। এ পর্যন্ত সে আমার বিরুদ্ধে ৫টি মামলা করেছে। মামলা চলমান অবস্থাতেই আমার জমি দখল করতে এসে আমাদের উপর হামলা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছি।
ভুক্তভোগী আবরার হোসেন রকি বলেন, ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু একজন মামলাবাজ। এলাকার অনেককে মামলার আসামী করে হয়রানি করে আসছেন। তার বিচারের দাবিতে আমরা এ মানববন্ধনে এসেছি। একই অভিযোগ করেন মিজানুর রহমান, আফতাব হোসেন ও ফজলুলসহ আরও কয়েকজন ভুক্তভোগী।
ভুক্তভোগী উজ্জল বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। তিনি একই সময়ে কিভাবে অফিসে ও কোর্টে হাজির হন। তিনি আমার ও আমার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গত তিন বছরে বিভিন্ন লোকের বিরুদ্ধে ১ থেকে দেড়শো মামলা দিয়ে হয়রানি করে আসছে। থানায় মামলা করেছেন, সেই মামলায় এসআই তদন্ত করেছেন। সে এসআই’র বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মূলত আমাকে ও আমার বাবাকে হয়রানি করার জন্য বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়েছেন। আমরা তার বিচার চাচ্ছি।
এবিষয়ে প্রকৌশলী মাহফুজার রহমান জানান, মুলত জমিটি আমার দীর্ঘদিন তারা জোর পুর্বক বেদখল করে রেখেছিল। আমি আদালতের রায় নিয়ে জমিতে গেলে তারা আমার উপর হামলা করে। এখন তাঁরাই আবার মানববন্ধন করছে। তারা মানববন্ধন করতেই পারে তাদের গণতান্ত্রিক অধিকার।