০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ মানবতার কল্যাণে শীতার্তদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র উপহার দিলেন সেচ্ছাসেবী সংগঠন ডুফা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধু সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফেন্ডস এলায়েন্স( ডুফা)’র আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার রনচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে মহানন্দা নদী পাড়ের শীতার্ত মানুষ ও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেয়া হয়।
এসময় ডুফা’র রংপুর অঞ্চলের বন্ধু কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক বাহারুল আলম সিদ্দিকী, দিনাজপুর পিটিআই সুপারিটেন্ডেন্ট ওমর আলী, আবু সাঈদ বিবেকানন্দ পাল, তাহহিমদুর রহমান তুহিন, , রাজ নারায়ণ রায় ও সাজ্জাদ হোসেন, ওমর ফারুক, নজরুল ইসলাম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শীতার্ত মানুষ ও উপকাভোগিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ডুফা পরিবারের সভাপতি কায়সার মাহমুদ ও সাধারণ সম্পাদক মিরাজ মিঠু’র পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।