১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু(৫২) ও উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়াম(২৮)কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।বুধবার (২৫ ডিসেম্বর)দিবাগত মধ্যরাতে সিয়ামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত মিন্টু উপজেলা সদরের বাবুরহাট হাজ্বী পাড়া গ্রামের মৃত,আব্দুর রহমানের ছেলে ও সিয়াম খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনিরহাট বাজারের পাশ্ববর্তী বন্দর খড়িবাড়ি গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।তারা সম্পর্কে দুজন মামা-ভাগ্নে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফজলে এলাহী বলেন,নীলফামারী সদর থানার মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করে সে থানায় প্রেরণ করা হয়েছে।