২১ নভেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়ানের দর্শনা বিজিবি দামুড়হুদার ডুগডুগি অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানায়, দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির আওতাধীন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ডুগডুগি বাজারে রাস্তার পাশে অবস্থান নেয়। বেলা ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করতে গেলে সে পালানোর চেষ্টা কালে বিজিবির টহল দলের হাতে আটক হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ১শ৭৮ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে। যারা আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।আটককৃত ব্যক্তি দর্শনা আজমপুরের মটরসাইকেল মিস্ত্রি রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে রুহুল আমিন (২১)।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটককৃত আসামী রুহুলকে রাতেই দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।