২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার বেগমপুর পুলিশের হাতে চোরাই ট্রাকসহ আন্তঃ জেলা ট্রাকচোর চক্রের সক্রিয় দর্শনার এক সদস্য গ্রেফতার হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম শিকদার সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে নামে।এসময় দর্শনার বেগমপুর হাটপাড়ার কেরুজ কৃষি ফার্মের পার্শ্বে বাঁশ বাগানের মধ্যে ১টি চোরাই টাটা কোম্পানী ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাক, যার মডেল নং-১৬১৫EX2, ইঞ্জিন নং-B5.91451071K63629330, চেচিস নং-MAT395022H2R18711, রেজি নং-ঢাকা মেট্রো-ট-২০৮০৩১ উদ্ধার করে। যার মূল্য ১৮ লাখ টাকা।এসময় দর্শনার আলোচিত ট্রাকচোর দর্শনা পৌর এলাকার মোহাম্মদ গ্রামের শফি মিস্ত্রির ছোট ছেলে রিয়াদ(২৪)কে গ্রেফতার করে।
উল্লেখ্য রিয়াদের বিরুদ্ধে ১০ টি চুরি ও ১টি মাদকদ্রব্য আইনে থানায় মামলা রেকর্ড আছে।সে স্থানীয় এক যুবলীগের ছত্রছায়ায় থাকার কারণে কেউ তাকে কিছু বলতে সাহস পেতোনা।