০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২৪-২৫ অর্থবছরে চলতি রবি মৌসুমে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
৬হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা,ভূট্টা,গম,সুর্যমুখী,পিঁয়াজ,মুগডাল, বীজ ও সার বিতরণ করা হবে।
গত ১৩ নভেম্বর রোববার দুপুরে উপজেলা হলরুমে এ সব মার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে ২০২৪-২৫ ্অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পূনর্বাসন সহায়তায় কৃষি সম্প্রসারণ ্অধিদপ্তরের আওতায় প্রান্তিক বৃষকের মাঝে পর্যায়ক্রমে এ সব সার ও বীজ বিতরণ করা হবে।
৬হাজার ৫০০ জন কৃষকের মধ্যে সরিষা,২ হাজার জন,ভূট্টা ৩৫০ জন,গম ৩০০ জন, সুর্যমুখী ১০০ জন,মুগডাল ১০০ জন ও পিঁয়াজ ৩০০জনকে সার ও বীজ বিতরণ করা হবে।
৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। গতকাল রোববার ২ হাজার ৩০০ জনের মধ্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বীজ বিতরণ করা হবে।
চলতি মৌসুমে সরিষা,২ হাজার ৫০০ হেক্টর,আলু ২ হাজার ৯০০ হেক্টর,৯২৫ হেক্টর,বোরো, ৯ হাজার ২৬ হেক্টর, গম ৭০ হেক্টর, টমেটো ৫০ হেক্টর,ফুল কপি ১০০ হেক্টর, পাতা কপি ১১০ হেক্টর,বেগুন ১০০হেক্টর,শসা ২০ হেক্টর,মুলা ৮০ হেক্টর, ও করলা ৯০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।