০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার একটি গোডাউন হতে ভেজাল শিশুখাদ্য উদ্ধার হয়েছে।এসময় গোডাউনের মালিক ৪ লাখ টাকা জরিমানাসহ গোডাউন সিলগালা করা হয়েছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ট্রাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা চুয়াডাঙ্গা বড়বাজার ফেরিঘাট রোডে এক অভিযান চালায়। এসময় মেসার্স জনি স্টোরের কর্ণধর হামিদুর রহমান জনির ৬টি গোডাউনে অভিযান চালায়। গোডাউনে নিম্নমানের নকল শিশুখাদ্য ও মেয়াদ উত্তীর্ণ ও মুল্যবিহীন পণ্য উদ্ধার করা। পরে ৬টি গোডাউনই সিলগালা করা হয়।এছাড়া গোডাউন মালিক হামিদুর রহমান জনিকে ৪ লাখ জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ গোডাউন সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান।তিনি আরও বলেন,কিছুদিন আগেও মেসার্স জনি স্টোর নামক প্রতিষ্ঠানের মালিককে সতর্ক হয়েছিল।তা সত্ত্বেও সে অনুমোদিতহীন ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রি করে আসছিলেন।