২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জিয়াদুল ইসলাম (লিমন) গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ল²ী সরকার (৫০) কে আটক করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
গতকাল ১৭/১০/২০২৪ বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের তারাশী গ্রাম থেকে ২ জন নারী ও ১ জন পুরুষ সহ তাকে আটক করা হয়। জানা যায়, ল²ী সরকার তারাশী গ্রামে একটি বাসা ভাড়া করে গত দেড় মাস ধরে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় জনগন কোটালীপাড়া থানায় অভিযোগ করলে ল²ী সরকার কে তৃষ্ণা মোল্লা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)সহ আটক করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। ল²ী সরকার সহ অন্যান্য দেরকে জিজ্ঞাসাবাদ করে অনৈতিক কর্মকান্ডের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।