২১ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশাদুল হক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ.হা.ম শামিমুজ্জামান, ছাগল উন্নয়ন খামারের প্রাণীসম্পদ কর্মকর্তা আরমান আলী ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. খোন্দকার শাওন হাসনাত।
সভায় জানানো হয়, জেলায় চলতি মৌসুমে ৫ লাখ ৬০ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন বলেন, সকল ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনা হবে। এ জন্য প্রাণীসম্পদ কর্মকর্তা ও ছাগল খামারীদের এগিয়ে আসতে হবে।