০৯ অক্টোবর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা ্অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলা জামায়াতের আয়োজনে বিকেল ৫টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট শাখার আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্তে ও এমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়ামতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার নায়েবে আমীর ডা, মুহাদ্দিস এনামুল হক।
জেলা কর্ম পরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন,ঘোড়াঘাট উপজেলা শাখার নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আজিজার রহমান,উপজেলা শাখার সেক্রেটারী এমরান হোসেন,ঘোড়াঘাট পৌর আমীর আমিনুল ইসলাম সেলিম।
মতবিনিময় সভায় উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও উপজেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়িার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।