০৯ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় কেরুজ টেন্ডার বাক্স ভাঙচুরের মামলা,আসামী ২০/২৫ জন কালকিনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১০০০ পিচ শাড়ি ও লুঙ্গি বিতরণ। ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে হ্যারিকেন মিল্টন দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ এম. এ মান্নান সিলেট ওসমানী হাসপাতালে দর্শনায় আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যাংকের ৪৮ বছর পূর্তি অনুষ্ঠান সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ১০ গ্রামের হাজার হাজার মানুষ চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে৭শ২৪ লিটার মদের উপকরণসহ গ্রেফতার ৩ জন
তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাংবাদিকদের সংগঠন তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদ’কে আহবায়ক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতিকুজ্জামান শাকিলকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন দৈনিক ইনকিলাবের আবু তাহের আনসারী, আমাদের সময়ের এসকে দোয়েল ও চ্যানেল এস’র আহসান হাবিব।
গত ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারস্থ বাংলা হোটেলের দ্বিতীয় তলায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আনসারী, জাবেদুর রহমান জাবেদ, এম এ বাসেত, আতিকুজ্জামান শাকিল, এসকে দোয়েল, রনি মিয়াজী, আহসান হাবীব, মোবারক হোসেন, জুলহাস উদ্দিন আল আমিন, হাফিজুর রহমান হাবিব, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম রতনসহ ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ।
তেঁতুলিয়ায় সাংবাদিকদের চলমান দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে পথচলার অঙ্গীকারাবদ্ধ হলে তেঁতুলিয়া প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি সোহরাব আলী। একই সাথে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবটিও বিলুপ্তি ঘোষণা করেন ক্লাবটির নেতৃবৃন্দ। পরে একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এখন থেকে তেঁতুলিয়ায় একমাত্র সাংবাদিকদের সংগঠন তেঁতুলিয়া প্রেস ক্লাব নামে পরিচালিত হবে। সভায় সবার উপস্থিতির ঐক্যমতের ভিত্তিতে একমাস মেয়াদে সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
নব গঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক সরকার হায়দার আলীসহ জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019