২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরে ভুক্তভোগী আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, মিলন চেয়ারম্যানের দুর্নীতি চরম আকার ধারণ করেছে। স্থানীয় সাধারণ মানুষের দোকানপাট ভেঙে দিয়েছেন। তার বিরুদ্ধে কথা বললে মাদক মামলাসহ নানা মামলা দিয়ে মানুষজনকে হয়রানি করা হয়েছে। তার একটি লাঠিয়াল গুন্ডা বাহিনী আছে। তাদের নিয়ে ত্রাসের রাজত্ব করছে। বন্দর থেকে শুরু করে পুরো ইউনিয়নে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে তার কারণে। এর আগেও একাধীকবার অভিযোগ করেছি তার বিরুদ্ধে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসন টাকা খেয়ে কাজ করছে। আমি নতুন সরকারের মাধ্যমে অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের, সায়েদা বেগম, আমেনা বেগম ও সালমা আক্তার।
পরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকার বরাবর বিচার চেয়ে স্বারকলিপি প্রদান করে তারা। একই সাথে পঞ্চগড় পুলিশ সুপার ও সেনাবাহিনী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।