২১ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ মিলসগেট (পশ্চিম )সাবজোনের ১৯নং ও জীবননগর সাবজোনের ৫৫নং ইউনিটে এসটিপি পদ্ধতিতে আখের চারা বেডে রোপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এসটিপি পদ্ধতিতে আখের চারা বেডে রোপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এফসিএমএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট সাবজোন প্রধান ও সিডিএবৃন্দ।এসময় অতিথিরা এসটিপি পদ্ধতিতে আখের চারা বেডে রোপনের কৌশল,সুফল, বেশী ফলন হবার দিকনির্দেশনা দেন।