২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনে রুদ্ররূপ: তুলছে বালু ভাঙছে নদী পুড়ছে কপাল কাঁদছে মানুষ চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ঝালকাঠির লিটন চন্দ্র হালদার গ্রেফতার আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মোনাজাত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলার মনপুরায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫। বানারীপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন চুয়াডাঙ্গায় কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের আহবান চুয়াডাঙ্গায় উথলীতে কীটনাশকের দোকানে জরিমানা চুয়াডাঙ্গার দর্শনায় জনতা ব্যাংক পিএলসি’র নতুন ভবনে স্থানান্তরের উদ্ধোধন
তেঁতুলিয়া দালানের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ চেষ্টা ৯ বাংলাদেশি বিজিবি’র হাতে আটক পুলিশের কাছে সোর্পদ

তেঁতুলিয়া দালানের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ চেষ্টা ৯ বাংলাদেশি বিজিবি’র হাতে আটক পুলিশের কাছে সোর্পদ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে দালানের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় নারী শিশু সহ ৯ বাংলাদেশি নাগরিকে আটক করেছে বিজিবি। পরে আটককৃদের থানা পুলিশের কাছে সোর্পদ করেছে বিজিবি।
জানাযায়, বহস্পতিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নর অধীন তেঁতুলিয়ার শুকানী বিওপির শুকানি সীমান্তের ৭৩৯/৪ এস পিলার সংলগ্ন থেকে বিজিবি’র টহল দল তাদের আটক করেন। আটককৃতরা হলো দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশিল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্তি দাস (১০), পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার গোলাপদি গছ গ্রামের দালাল সাইদুল রহমান (হনু)।
আটকতদর মধ্য পরিমল দাস বলেন, দেশের চলমান পরিস্থিতিতে একা প্রাণ ভয়ে সেচ্ছায় পরিবার পরিজন নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে তেঁতুলিয়ায় আসা। কিছু স্থানী জনপ্রতিনিধি ও লোকজনের সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়। বিজিবি এসে আমাদের আটক।
তেঁতুলিয়া মডল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, আটককৃতদের মধ্য নারী শিশু থাকায় বিজিবি সাধারণ ডায়রীমুলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পঞ্চগড় পুলিশ সুপার মহোদয় এবং উপজলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া মহোদয়ের সিদ্ধান্তক্রমে তাদের পরিবারের কাছে বড় ভাই নরেদ্র দাসের মাধ্যম বাড়িতে ফেরত পাঠানা হয়েছে। তবে স্থানীয় দালাল সাইদুর রহমান হনু গরু চুরির পলাতক আসামী ছিলেন তাই তাকে আটক দেখিয়ে জেল হাজত পাঠানা হয়েছে।
নীলফারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন শুকানি ক্যাম্প কমান্ডার মুঠোফোনে বলেন, উপরোক্ত ব্যক্তিগণ সীমান্ত পয়েন্টে সন্দেহ জনকভাবে ঘুরাঘুরি সহ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এসময় জিজ্ঞাসাবাদে তাদের আটক করে জিডি মূল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019