০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
রাতের আঁধারে অবৈধ রেনুপোনা পাচারের জমজমাট বাণিজ্য বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ভারতের হোটেল চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন দর্শনা আন্তজার্তিক রেলষ্টেশনে ট্রেনের দাবীতে মানববন্ধন নিত্যপ্রয়োজনীয় বাজার দর নিয়ন্ত্রণের ঝালকাঠি জেলা কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে মানববন্ধন সাড়ে ১৫ বছর মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি ঝালকাঠিতে ডা়:শফিকুল রহমান ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন চুয়াডাঙ্গার দর্শনায় ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার ২ বাংলদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের গৌরনদীতে পথ সভা বিজয় মাসের প্রথম দিন চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের: রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত
ঘোড়াঘাটে একবস্তা কঙ্কালের হাড়গোড় জব্দ ৩ চোর আটক

ঘোড়াঘাটে একবস্তা কঙ্কালের হাড়গোড় জব্দ ৩ চোর আটক

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
কবর থেকে চুরি করা মানবদেহের কঙ্কালের হাড়গোড় সহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
একটি চক্র রাতে কবর থেকে কঙ্কাল চুরি করে লুকিয়ে রাখে।পড়ন্ত বিকেল কর্মজীবী মানুষ ফিরছে ঘরে। চক্রটি লুকিয়ে রাখা মানবদেহের কঙ্কাল নিয়ে যাওয়ার জন্য ঘুরাঘুরি করছিল । এমন একটি ভয়ংকর চক্রের ৩ সদস্যকে আটক করেছে দিনাপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌরসভার নুরজাহানপুর এলাকায় ্অভিযান চালায়। পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদেরকে আটক করে। তারা পুলিশের উপস্খিতি টের পেয়ে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। পরে পুলিশ দৌঁড়িয়ে তাদেরকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মৃত মনছের আলী মৃধার ছেলে জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে লালন মিয়া (৪২)।

সন্দেহভাজন আটক ৩ ব্যক্তিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে কঙ্কাল চোর বলে দাবি করে। পরে তাদের দেওয়া তথ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে ১ বস্তা মানবদেহের হাড় উদ্ধার করে পুলিশ। ওই বস্তায় চারটি কবর থেকে চুরি করা মানবদেহের কঙ্কালের হাড়ের অংশ বিশেষ রয়েছে। একই জায়গা থেকে পৃথক আরেকটি ব্যাগে কবর খননের কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মৃত মনছের আলী মৃধার ছেলে জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে লালন মিয়া (৪২)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আটক ব্যক্তিদের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারা চক্রের বেশ কয়েকজনের নাম আমাদেরকে দিয়েছে। আমরা তাদেরকে আটকে কাজ করছি। এই ঘটনায় নুরজাহানপুর কবরস্থান কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করেছে। বুধবার আসামীদেরকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019