২১ নভেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ইটবহনের ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ২টায় আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজার হতে খাসকয়রা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে মুন্না(১৭)মটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। এসময় বাজারে ইটবহনকারী একটি ট্রলি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে । এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান,চালাক ট্রলিটি ফেলে রেখে পালিয়ে গেছেন। ট্রলিটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম নেয়া হয়েছে।