১৯ মার্চ ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সবাই মিলে গড়বো দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই বিষয় নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল বুধবার উপজেলা অডিটরিয়াম হল রুমে দুর্নীতি বিরোধী বির্তক অনুষ্ঠিত হয়।
বির্তক প্রতিযোগিতায় সবুজ শিক্ষালয় শিশু নিকেতন চ্যাম্পিয়ান ও বামনডাঙ্গা শিশু বিদ্যানিকেতন ও কলেজ রানার্স আপ হয়েছে।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বির্তকে অংশ গ্রহন করে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর লস্কর, উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাজান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জাহিদুল ইসলাম, দুনীতি দমন কমিশনের রংপুর অফিসের উপ-সহকারি পরিচালক একে এম নূরে আলম, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ, গোলাম রব্বানী, বাবলু মিয়া, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন বুলু, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, জয়ন্ত সাহা যতন, জুয়েল রানা, প্রমুখ। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।