২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের মুলাদিতে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারি টিচিং হসপিটাল, বাবুগঞ্জ, বরিশাল ও মুলাদী প্রাণিসম্পদ অফিস ও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু পাখির চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মুলাদি শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ে মুলাদি উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ইলমা জান্নাত এর সঞ্চালনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প্এর উদ্বোধন করেন মুলাদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।
চিকিৎসা প্রদান করেন অধ্যাপক ড. অসিত কুমার পাল থেরিওজেনোলজিস্ট ও সার্জন, , পিএইচডি (থাইল্যান্ড), চীফ ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি টিচিং হসপিটাল, অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, থেরিওজেনোলজিস্ট ও সার্জন, পিএইচডি (সাউথ কোরিয়া) বিভাগীয় প্রধান, মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ, পবিপ্রবি,সেলিম আহমেদ,মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ড. পিএইচডি (সাউথ কোরিয়া) অধ্যাপক ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, মেডিসিন বিশেষজ্ঞ, পিএইচডি (সাউথ কোরিয়া)
এছাড়াও উপস্থিত ছিলেন, ডা. মোঃ নূরুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল। ডা. মোঃ নজরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মুলাদী, বরিশাল।
ক্যাম্পে বিনামূল্যে দুই শতাধিক গবাদিপশু পাখির চিকিৎসা দেওয়া হয়েছে।