০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতান আহমেদ খান ১৩ই সোমবার অবসরে চলে গেছেন।
সুলতান আহমেদ খান দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয় কর্মরত ছিলেন। কিছুদিন আগে পদোন্নতি হয়ে প্রধান শিক্ষক হিসাবে অবসরে চলে গেছেন।
তিনি ১৯৯২ সালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা জীবনে শুধু এক বছরের জন্য ভান্ডারিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বদলি হয়েছিলেন।
আবার তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় যোগদান করেন।
তার কর্মস্থলের শেষ দিনে শিক্ষক শিক্ষার্থীরা ঘোড়ার গাড়িতে করে শেষ বিদায় জানিয়েছেন।
অবসার উপলক্ষে আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদ খান তিনি বলেন চাকুরী জীবনে আমি তেমন ছুটি নেই নি সকাল থেকে রাত পর্যন্ত অফিসের কাজ করেছি। সব সময় চিন্তা ছিল শিক্ষার্থীদের নিয়ে কোন ক্লাসের শিক্ষক না আসলে নিজেই তিনি পাঠ দান করাতেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেন চাকুরী জীবনে কোন অনিয়ম আমি করিনি। শিক্ষার্থীদের সব সময় নিজের সন্তানের মত লালন পালন করেছি। সব সময় চেয়েছি শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
সেটাই আমাদের গর্ব।
সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকরা বলেন এরকমের শিক্ষক আর হয়তো আমরা পাবো না স্যারের নীতি আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাবো। আজ পর্যন্ত স্যারের সাথে কোন শিক্ষকের মনোমালিন্য হয়নি।
সকলে আমার জন্য দোয়া করবেন বাকি জীবন যেন মহান আল্লাহতালা আমাকে সুস্থ রাখেন।