১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে চলেছে কলেজ,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠ দান।তবে জেলার বেশীর ভাগ কিন্ডারগার্টেন স্কুল ও গজিয়ে ওঠা মাদ্রাসায় দেখা গেছে ভিন্নরুপ।
গতকাল রবিবার থেকে স্কুল-কলেজ খুলেছে।এ জেলায় অতি তীব্র তাপপ্রবাহে স্কুল-কলেজগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।তবে ক্লাশ শুরু হলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। যারা ছিল তারা বেশীর ভাগ মা বাবার বাধ্যবাধকতায় এসেছে। দর্শনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থারা বলেন, ক্লাসরুমে ভ্যাপসা গরম।তার পরেও ক্লাস করতে হচ্ছে। তাছাড়া রোদ্রে আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলেই রোদের ঝাঝালো তেজ।
এদিকে জেলায় আনাচে কানাচে গজিয়ে ওঠা বেশীরভাগ কিন্ডারগার্টেন ও মাদ্রাসা গুলো ঝুপরির মধ্যে।ছোট ছোট ছেলে মেয়েরা কষ্টের মধ্যে ক্লাস করেছে।জেলার দর্শনায় বেশীর ভাগ কিন্ডারগার্টেন ও মাদ্রাসা টিনের ঝাপরির।নেই তেমন ফ্যানের ব্যবস্থা। ফলে ছোট ছোট ছেলেমেয়েরা কষ্টের মধ্যে কিছুক্ষণ পর পর পানি খেয়ে সময় পার করতে দেখা গেছে।এদিকে
অভিভাবকরা বলছেন, এই তাপদাহের মধ্যে স্কুল খুলেছে। বাচ্চাদের ছাতা-পানির বোতল দিয়ে স্কুলে পাঠিয়েছি। তবে মে মাস পড়লেই তাপপ্রবাহ কেটে যাবে শুনেছি। এ জেলায় অতিতাপমাত্রার কারণে আর কয়েকটা দিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো।
শিক্ষকরা বলছেন, সরকারের নির্দেশনা মেনেই ক্লাস করানো হচ্ছে। রোজার ছুটি এরপর তাপপ্রবাহের ছুটি। সিলেবাস সম্পন্ন করা মুশকিল তাই একটু কষ্ট হলেও ক্লাস করানো হবে।চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্কুল চালানো হবে। চুয়াডাঙ্গায় রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ।দুপুর ৩ টায় ছিল ৪১.৮ডিগ্রি সেলসিয়াস।