২১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু আরাবীর দেখতে স্বশরীরে উপস্থিত হলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক।পরিবারের পক্ষ থেকে মানবিক সহায়তার আবেদন।
শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
ড. কিসিঞ্জার চাকমা দর্শনার দুরারোগ্য বোন মেরো ক্যান্সারে আক্রান্ত আরাবীকে দেখতে আসেন।এ সময় আরাবীর জন্য কেনা ঈদের নতুন জামা তার মায়ের হাতে তুলে দেয়া হয়। উল্লেখ্য দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার বাসিন্দা মোঃ মনির হোসেন ও সরদার পিয়ারী খানম দম্পতির ৯ বছরের শিশু কন্যা তাহমিদ খন্দকার আরাবী দুরারোগ্য বোন মেরো ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।ভারতের চিকিৎসকরা জানিয়েছেন যতদ্রুত সম্ভব আরাবীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে। যার মোট খরচ হবে প্রায় ১ কোটি টাকা। যা অত্যন্ত ব্যয়বহুল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নজরে আসলে তিনি গত ২৭ মার্চ তাঁর দপ্তরে সরকারি সহায়তা বাবদ তহবিল হতে ৫০ হাজার টাকার চেক আরাবীর মায়ের হাতে হস্তান্তর করেন। একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য সরকারি অনুদান বাবদ নির্ধারিত আরো পঞ্চাশ হাজার টাকার প্রস্তাব প্রেরণের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে নির্দেশ প্রদান করেন। আরাবীর সাথে দেখা করতে ও তার পরিবারের খোঁজ নিতে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে সাথে নিয়ে আরাবীর বাড়িতে আসেন। তিনি আরাবীর মা ও বাবার সাথে কথা বলেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এ সময় আরাবীর জন্য কেনা ঈদের নতুন জামা তার মায়ের হাতে তুলে দেয়া হয়। শিশু আরাবীর জন্য দোয়া চেয়ে জেলা প্রশাসক দেশের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানান। এছাড়া এই মানবিক বিষয়টি তুলে ধরার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।