২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের অপরাধে এক যুবকের তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ওই যুবককে বরিশাল শনিবার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান জানান, শনিবার সকালে উপজেলার নগড়বাড়ি গ্রামের রিপন খানের ছেলে রিমন খানকে (১৯) মাদক সেবনরত অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ আটক যুবক রিমনকে নিয়ে ভ্রাম্যমান আদালতে হাজির হয়। ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন এর আদালত রিমন খানকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।