২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের নোহা গার্ডেন রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাঃ আল-আমিন সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি এবং ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ইব্রাহীম আল-হাদী সভাপতি ইসলামী যুব আন্দোলন জেলা শাখা ঝালকাঠি।
এ সময় নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সর্বস্তরের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বর্তমান সরকারের শাসন ব্যবস্থার ব্যর্থতা নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা সংগঠনকে শক্তিশালী এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। সবশেষ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।