১৯ মে ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীতে ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা আগৈলঝাড়ায় শুক্রবার রাতে স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা বরিশাল নগরী বিভিন্ন পেট্রোল পাম্পে ট্রাফিক পুলিশের সচেতনমূলক অভিযান বাবুগঞ্জে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা মামলায় কারাগারে মাদরাসা সুপার চাঁদপাশায় চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব এর উঠান বৈঠক অনুষ্ঠিত রিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্য ক্লোজড বরিশালে স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়া হাসপাতালে অকেজো মালামাল টেন্ডারে ঘাবলা ধামাচাপা দেয়ার চেষ্টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
গাইবান্ধার সুন্দরগঞ্জের মেধাবী ছাত্রী শাহরিয়ার জান্নাত ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো না

গাইবান্ধার সুন্দরগঞ্জের মেধাবী ছাত্রী শাহরিয়ার জান্নাত ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো না

শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা) প্রতিনিধিঃ দশম শ্রেণীর মেধাবী ছাত্রী শাহরিয়া জান্নাত ছোঁয়া (১৫) স্বপ্ন দেখতো লেখাপড়া শিখে ডাক্তার হয়ে পিতা মাতার মূখ উজ্জল করবে। কিন্তু সে স্বপ্ন পুরণ হতে দিলো না প্রেমিক নামের প্রতারক রায়হান কবির মজিদ।

গাইবান্ধার সুন্দরগঞ্জের কাটগড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে দু’জনেই অধ্যায়ন করতো। প্রথমে গড়ে উঠে সখ্যতা তারপর প্রেম। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় মজিদ পাশ করে স্কুল থেকে বিদায় নেয়। ইতিমধ্যে ছোয়া জানতে পারে প্রেমিক মজিদ মাদকাসক্ত হয়ে পড়েছে। পারিবারিকভাবে জানতে পারে সে ভাসমান পরিবারের সন্তান। ছোয়া তখন থেকেই বখাটে প্রেমিককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বখাটে প্রেমিক মজিদ ছোঁয়ার স্কুল ও কোচিং-এর সহপাঠিদের মোবাইল ফোনে বিভিন্ন কথপোকথনসহ ফেসবুক ম্যাসেঞ্জারে তাদের ব্যক্তিগত ছবি পোষ্ট করে এবং ছোঁয়াকে তার বন্ধু-বান্ধবের সহযোগিতায় প্রতিনিয়ত উত্ত্যোক্ত করতে থাকে। এক পর্যায় বখাটে প্রেমিক মজিদের উত্ত্যোক্ত সইতে না পেরে নিজের জীবন বৃত্তান্ত ডায়েরিতে নোট করে আত্মহত্যার পথ বেছে নেয়। ছোঁয়ার সুন্দর হাস্যজ্জল চলাফেরা হঠাৎ আত্মহত্যার বিষয় তার পরিবার মেনে নিতে পারেনি।

পরিবারের সদস্যদের কৌতুহল বশত: মৃত্যুর ০২ দিন পর তার পাঠ্যপুস্তকে তার মা বিজলী বেগম নাড়াচারা করতেই ছোঁয়ার জীবন বৃত্তান্ত লিপিভুক্ত ডায়েরিটি খুঁজে পায়। ডায়েরীর ভিতরে লেখা তার চিঠিতে পরিবারের মনে নাড়া দিয়ে ওঠে। চিঠির ভাষায় লেখা ছিল “আম্মু আমাকে মাফ করে দিও, আত্মহত্যার পথ বেছে নেয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না। বিশ্বাস করো আমি এতটা খারাপ না। আমি কিছুই করিনি। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি এক নরপশুর সাথে ভুল করে ভালবাসায় জড়িয়েছিলাম। কিন্তু এই ভালবাসা আমার জীবনের ইতি টানতে বাধ্য করলো। আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এই প্রেমিক নামের নরপশু আমাকে বাঁচতে দিল না। সে আমাকে কাফনের কাপড় পরিয়েই ছাড়লো”। এই ডায়রির লেখা ফটোকপি প্রতিবেদকের নিকট তার মা দেন এবং বলেন আমার সন্তানের মত কোন পরিবারের যাতে এ রকম না হয় সেজন্য দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া গ্রামে। গত ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ছোঁয়া ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। সকলের অজান্তে ছোঁয়া তার শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়। লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। পরে লাশ দাফন সম্পন্ন হলে ২৪ ফেব্রুয়ারি ছোঁয়ার পরিবার ও সহপাঠিরা এই আত্মহত্যাকে প্ররোচিত আত্মহত্যা বলে দাবী করে মানববন্ধন করেন এবং এর সাথে জড়িত বখাটে প্রেমিক রায়হান কবির মজিদকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শস্তির দাবী জানান।

পারিবার সূত্রে জানা যায়, বখাটে মজিদ একই ইউনিয়নের বামনডাঙ্গা রেল কলোনী পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকে মজিদ গা ঢাকা দিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তরিকুল ইসলাম জানান, ঘটনাটি বিষয়ে আমরা অবহিত হয়েছি। ময়না তদন্তের রিপোর্ট আসলেই মামলার তদন্ত অগ্রগতি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019