২১ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী রোববার সকালে বাবুগঞ্জ উপজেলা
পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
বরিশাল জেলা জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক এ কে এম শাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্টর স্পেশালিষ্ট ইকনোমিক রিইন্টিগ্রেশন মোঃ শাহিন হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান,
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন প্রমূখ।
এছাড়াও সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাবুগঞ্জ উপজেলা ফিল্ড অর্গানাইজার মোঃ হানিফ ও মোসাঃ লামিয়া আক্তার সহ সাংবাদিক, রাজনৈতিক, প্রবাসফেরত ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।