২১ নভেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বার নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও মৌরি কিনিকে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৩ফেব্রুয়ারী শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের বিচারক মোঃ রফিকুল ইসলাম আজকের ক্রাইম নিউজ এর স্টাফ রিপোর্টার বি এম মনির হোসেনকে বলেন, লাইসেন্সবিহীন ভাবে প্যাথলজি সেন্টার পরিচালনার দায়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অনুমোদনের অতিরিক্ত বেড ও ফার্মেসী লাইসেন্স না থকায় মৌরি কিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ নিলয় কুন্ডু, সেনেটারী ইন্সপেক্টর শংঙ্কর দাস ও গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাহাবুদ্দিনসহ থানার পুলিশ সদস্য গন।