২১ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’১৫ আগষ্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাতের ঘনিষ্ঠ সহচর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, রাজিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ সিকদারের রুহের মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিআই) পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দীন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। ৩০জানুয়ারি মঙ্গলবার সকাল এগারোটায় মরহুমের ছোট বাশাইল বাড়িতে গিয়ে নেতৃবৃন্দরা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবদুল্লাহ লিটন, ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। প্রসংগত, গত ২৬ জানুয়ারি ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে প্রবীন এই নেতা নিজ বাড়িতে ইন্তেকাল করেন।